Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার রয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মে ২০২১ ২৩:৩২

ঢাকা: ফিলিস্তিনের আল আকসা মসজিদে তারাবি নামাজরত মুসল্লিদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

বুধবার (১২ মে) এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘দখলদার ইসরায়েলি বাহিনীর আল আকসা মসজিদে হামলা, শেখ জাররাহ পাড়ায় ফিলিস্তিনি পরিবারদের উচ্ছেদ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ এই ধরনের সন্ত্রাসী আক্রমণ বন্ধে কার্যকর উদ্যোগ নিতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘গত কয়েক দিন ধরে মুসল্লিদের ওপর হামলা, মসজিদ কম্পাউন্ড ঘেরাও করে মুসল্লিদের ওপর রাবার কোটেড বুলেট, টিয়ার গ্যাস ও সাউন্ড বোমা নিক্ষেপ করে পৈশাচিকতার পরিচয় দিয়েছে।’ তিনি বলেন, ‘জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী, ফিলিস্তিনীদের স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার রয়েছে।’

জাতীয় পার্টি চেয়ারম্যান বিবৃতিতে আরও বলেন, ‘ফিলিস্তিন ইস্যুতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব সম্প্রদায়কে দ্রুত উদ্যোগ নিতে হবে।’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

অধিকার ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর