Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গরীব-দুঃস্থদের জন্য একদিনের ব্যতিক্রমী ঈদ বাজার

সারাবাংলা ডেস্ক
১২ মে ২০২১ ২৩:২১

চট্টগ্রাম ব্যুরো: ব্যতিক্রমী একদিনের ঈদ বাজার! স্টলে সাজানো শাড়ি, পাঞ্জাবি, লুঙ্গি, বাচ্চাদের পোশাক, টি-শার্ট, টুপি, সেমাই, নুডুলসসহ আরও বিভিন্ন সামগ্রী। সমাজের সুবিধাবঞ্চিত, গরীব-অসহায় লোকজন এসেছেন সেই বাজারে, বিনামূল্যে নিয়ে গেছেন নিজেদের পছন্দ অনুযায়ী সামগ্রী।

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা পুলিশ ও লায়ন্স ক্লাব অব চিটাগাং সিটির যৌথ উদ্যোগে এই ঈদ বাজারের আয়োজন করা হয়। নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল সংলগ্ন জাম্বুরী মাঠের পাশে বুধবার (১২ মে) দিনব্যাপী চলে এই ‘ফ্রি ঈদ মার্কেট’। এর উদ্বোধন করেন নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মো. আব্দুল ওয়ারীশ।

বিজ্ঞাপন

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে বলেন, ‘ঈদ বাজারে মোট সাতটি কর্নার খোলা হয়েছিল। করোনায় প্রাণ হারানো সাত পুলিশ সদস্যের নামে সেগুলোর নামকরণ করা হয়। প্রতিটি কর্ণারে পৃথকভাবে রাখা হয় সামগ্রী। ক্রেতারা নিজেদের ইচ্ছেমতো বাজার করছেন। একদম বিনামূল্যে। হাতে মেহেদী লাগানোর ব্যবস্থাও ছিল আমাদের ঈদ আয়োজনে।’

উপ-পুলিশ কমিশনার আব্দুল ওয়ারীশ বলেন, ‘আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই সবার সঙ্গে। আর্থিক অসঙ্গতি যাতে এই আনন্দে ভাটা না ফেলে সেজন্য আমাদের এই উদ্যোগ। সমাজের সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে এলেই ঈদ অর্থবহ হবে।’

ঈদ বাজারে অন্যান্যের মধ্যে ছিলেন নগর পুলিশের পশ্চিম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার পলাশ কান্তি নাথ, ডবলমুরিং জোনের সহকারী কমিশনার শ্রীমা চাকমা, ওসি মোহাম্মদ মহসীন, লায়ন্স ক্লাবের পক্ষে শামসুদ্দিন সিদ্দিকী, রাজেশ চৌধুরী, গাজী মো. শহীদুল্লাহ, কামরুল ইসলাম পারভেজ প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

গরীব-দুঃস্থ টপ নিউজ ব্যতিক্রমী ঈদ বাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর