Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদন নামঞ্জুরে গণফোরামের ক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মে ২০২১ ২০:৫৬ | আপডেট: ১২ মে ২০২১ ২২:০৮

ফাইল ছবি

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার আবেদন সরকার নামঞ্জুর করায় ক্ষোভ জানিয়েছেন গণফোরামের একাংশের নেতারা। এক বিবৃতিতে তারা মানবিক দিক বিবেচনা করে খালেদা জিয়াকে চিকিৎসা নিতে দেশের বাইরে যাওয়ার সুযোগ দেওয়ার দাবি জানান।

বুধবার (১২ মে) এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান গণফোরাম নেতা মোস্তফা মোহসীন মন্টু, অধ্যাপক ড. আবু সাইয়িদ ও সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

বিজ্ঞাপন

গণফোরাম নেতারা বিবৃতিতে বলেন, খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য দুর্নীতির মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ। বিদেশে উন্নত চিকিৎসার জন্য অনুমতি চাওয়া হলেও অনুমতি মেলেনি। তার সঙ্গে প্রহসন করা হচ্ছে, যা স্বাধীন একটি দেশে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত।

সরকারের এমন কর্মকাণ্ডের নিন্দা জানান গণফোরাম নেতারা। তারা এই অবস্থান ছেড়ে খালেদা জিয়াকে দেশের বাইরে যাওয়ার সুযোগ দেওয়ার দাবি জানান।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

খালেদা জিয়া গণফোরাম বিদেশে যাওয়ার আবেদন