Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাটুরিয়া ঘাটে যাত্রীদের চাপ, মহাসড়কে তীব্র যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২১ ১২:৪৯

মানিকগঞ্জ: আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে পাটুরিয়া ফেরিঘাট ও ঢাকা আরিচা মহাসড়কে ঘরমুখো যাত্রীর চাপ বেড়েছে। পাটুরিয়া আরসিয়াল মোড় থেকে মহাসড়কের মহাদেবপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন ঘরমুখো হাজার হাজার মানুষ।

ঘাটে শুধুমাত্র ছোট গাড়ি অর্থাৎ অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, প্রাইভেটকার, মাইক্রেবাস ও জরুরি পণ্যবাহী পরিবহন প্রবেশ করতে পারলেও অন্য কোনো গণপরিবহন ঢুকতে পারছে না। ফলে বুধবার (১২ মে) ভোর থেকে মহাসড়কে গাড়ির চাপ অতিমাত্রায় বেড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছেন, ১৭টি ফেরি দিয়ে ছোট গাড়ি ও মানুষ পারাপার করা হচ্ছে। বড় কোন বাস ঘাটে ঢুকতে দেওয়া হচ্ছে না। জরুরি পরিবহন, ছোট গাড়ি এবং মানুষের চাপ বেড়ে যাওয়ায় সবগুলো ফেরি সচল রাখা হয়েছে বলে ঘাট কর্তপক্ষ জানিয়েছেন। তবে কোনো যানজট নেই।

এদিকে ঘাটে যানবাহন প্রবেশ করতে না পারায় মহাসড়কে আটকে পড়া যাত্রীরা সকাল থেকে চরম ভোগান্তিতে পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা তারা যানজটে আটকে থাকছেন।

সারাবাংলা/এনএস

টপ নিউজ পাটুরিয়া ফেরিঘাট মহাসড়কে তীব্র যানজট যাত্রীদের চাপ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর