Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সলঙ্গায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২১ ১১:২১

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক চাপায় অজ্ঞাত এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বুধবার (১২ মে) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সলঙ্গা থানার নলকা ব্রিজের পশ্চিম পাশে সড়ক দুর্ঘটনাটি ঘটে।

আহতদের উদ্ধার করে সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। তারা সবাই মোটরসাইকেলের যাত্রী ছিলেন। হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে এসআই জাহিদুল ইসলাম জানান, বুধবার সকালে টাঙ্গাইল থেকে হাটিকুমরুল গোলচত্বর দিকে যাওয়া ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল মহাসড়কের সলঙ্গা থানার নলকায় পৌঁছালে বিপরীতমুখি একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়। মোটরসাইকেলের দুইযাত্রীও আহত হয়।

পুলিশ আহতদের উদ্ধার করে সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে। ঘাতক ট্রাক ও ট্রাক চালককে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন এসআই জাহিদুল ইসলাম।

সারাবাংলা/এনএস

ট্রাক চাপা মোটরসাইকেল চালক নিহত

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর