রাজধানীতে ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
১২ মে ২০২১ ১০:০০ | আপডেট: ১২ মে ২০২১ ১২:২৩
ঢাকা: রাজধানীর সবুজবাগ বাসাবো ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ মে) ভোর সাড়ে ৪টার দিকেঅচেতন অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাসাবো ফ্লাইওভারের নিচে অজ্ঞাত এক ব্যক্তি অচেতন অবস্থায় পরে ছিল। কয়েকজন পথচারী তাকে হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তার আনুমানিক বয়স হবে ৫০ বছর। তার পড়নে ছিল ঘিয়ে রঙয়ের শার্ট ও চেক লুঙ্গি।
এসআই আরও জানান, ওই ব্যক্তির মাথার পেছনে আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে কোনো যানবাহন থেকে পরে গিয়ে তিনি মারা গেছেন। তার কাছে কোনো কিছু পাওয়া যায়নি। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এসএসএ