Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে ঈদ বৃহস্পতিবার

আন্তর্জাতিক ডেস্ক
১১ মে ২০২১ ২২:৪৭ | আপডেট: ১২ মে ২০২১ ০৪:০০

সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিন উদযাপন করা হবে আগামী বৃহস্পতিবার (১৩ মে)। সৌদি আরবের চাঁদ দেখা বিষয়ক কর্তৃপক্ষ সুপ্রিম কোর্ট অব সৌদি অ্যারাবিয়া এ ঘোষণা দিয়েছে।

খালিজ টাইমস ও গালফ নিউজের খবরে বলা হয়, মঙ্গলবার (১১ মে) সৌদি আরবে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এ বছর দেশটিতে রমজান মাস ৩০ দিনে সমাপ্ত হবে। সে হিসাবে বুধবার (১২ মে) হবে রমজান মাসের শেষ দিন। বৃহস্পতিবার থেকে শুরু হবে শাওয়াল মাস। ওই দিনই হবে তিন দিনের ঈদুল ফিতর উৎসবের প্রথম দিন।

বিজ্ঞাপন

কেবল সৌদি আরব নয়, কাতারেও মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এই দেশটিতেও বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন করা হবে।

সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো থেকে এখনো নিশ্চিত খবর পাওয়া না গেলেও এসব দেশে বৃহস্পতিবারই ঈদ উৎসব শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

এরই মধ্যে আজ মঙ্গলবার, ২৯ রমজান থেকেই সংযুক্ত আরব আমিরাতে ঈদের ছুটি শুরু হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী ঈদের তিন দিন (১, ২ ও ৩ শাওয়াল) ঈদের ছুটি উপভোগ করবেন দেশটির নাগরিকরা।

এদিকে, ঈদুল ফিতর সামনে রেখে করোনাভাইরাস প্রতিরোধে বেশকিছু বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। এসব বিধিনিষেধ অমান্য করলে বক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন অঙ্কের জরিমানা গুনতে হবে জানিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ।

সারাবাংলা/টিআর

ঈদুল ফিতর টপ নিউজ সৌদি আরব

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর