Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা: চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা পেলেন প্রণোদনা

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মে ২০২১ ২১:৩৬

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে আট হাজার শ্রমিক-কর্মচারীকে দেড় হাজার টাকা করে প্রণোদনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১১ মে) বিকেলে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) জেটিতে শ্রমিক-কর্মচারীদের মাঝে আর্থিক প্রণোদনা ও খাদ্যসামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। জেলা প্রশাসনের উদ্যোগে দেওয়া খাদ্যসামগ্রীর মধ্যে আছে চাল, ডাল, চিনি ও ভোজ্যতেলসহ আরও বিভিন্ন ভোগ্যপণ্য।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, ‘করোনা মহামারির মধ্যেও ২৪ ঘন্টা সচল আছে চট্টগ্রাম বন্দর। দেশের আমদানি-রফতানি বাণিজ্য সচল আছে। এজন্য শ্রমিক-কর্মচারিদের অবদান অনস্বীকার্য। শ্রমিক-কর্মচারিরাই বিভিন্ন প্রতিকূলতা উপেক্ষা করে চট্টগ্রাম বন্দর সচল রেখেছেন। এজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে, যাতে তারা আরও উজ্জীবীত হোন।’

এ সময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বন্দরের সদস্য (অ্যাডমিন অ্যান্ড প্ল্যানিং) মো. জাফর আলম, সদস্য (প্রকৌশল) কমডোর এম নিয়ামুল হাসান, সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ মোস্তাফজিুর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, সাইফ পাওয়ারটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন তানভীর আহমেদ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/পিটিএম

করোনা প্রণোদন বন্দর শ্রমিক-কর্মচারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর