Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়াকে মুক্তি দেওয়াই হবে মানবিক পদক্ষেপ: রব

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মে ২০২১ ২১:০৯

আ স ম আবদুর রব | ফাইল ছবি

ঢাকা: জাসদের সভাপতি আ.স.ম আব্দুর রব বলেছেন, খালেদা জিয়ার দীর্ঘ কারাবাস, বয়স এবং স্বাস্থ্য বিবেচনায় উন্নত চিকিৎসার প্রয়োজনে কারাগার থেকে মুক্তি দেওয়াই হবে সরকারের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও মানবিক পদক্ষেপ। মঙ্গলবার (১১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতে তিনি বলেন, ‘খালেদা জিয়ার জীবন সুরক্ষার প্রশ্নে উন্নত চিকিৎসার বিষয়ে বিদেশে পাঠানোর জটিলতা অবসানে কারাগার থেকে মুক্তি দেওয়াই হবে সরকারের কর্তব্য। এছাড়া দীর্ঘদিনের কারাভোগের যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে খালেদা জিয়া মানসিকভাবে স্বস্তি অর্জন করবেন এবং তার পরিবার উন্নত চিকিৎসার জন্য সবধরনের উদ্যোগ নিতে পারবে। স্বাধীন দেশে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসা রাজনৈতিক ও আইনগত কূটচালে বাধাগ্রস্ত হলে তা হবে দেশবাসীর জন্য মর্মান্তিক।’

বিজ্ঞাপন

এমন পরিস্থিতিতে সরকার অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিলে সবধরনের অনিশ্চিয়তা, আশঙ্কা ও উদ্বেগের অবসান হবে বলে মনে করেন তিনি।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

খালেদা জিয়া মুক্তি রব

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর