Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাকালেও নির্বাচনের পক্ষে ইসি!

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মে ২০২১ ২০:১১ | আপডেট: ১১ মে ২০২১ ২৩:৪৯

ঢাকা: মহামারি করোনার মধ্যেই নির্বাচন আয়োজন করার পক্ষে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৯ মে কমিশন সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার (১১ মে) রাজধানীর নির্বাচন ভবনে অনুষ্ঠিত ইসির বৈঠক থেকে এ তথ্য জানা যায়।

বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, ‘সব নির্বাচন আমরা কন্টিনিউ করব। করোনা পরিস্থিতি যতই খারাপ হোক না কেন আমাদের নির্বাচন করতেই হবে। লক্ষ্মীপুর-২ ও সিলেট-৩২ আসনে সিইসির ক্ষমতার পরবর্তী ৯০ দিনও পার হয়ে গেছে। আমরা চাচ্ছি কমিশন একমত হলে এসব নির্বাচন সম্পন্ন করে ফেলব।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘১৯ মে কমিশন সভা অনুষ্ঠিত হবে। সভায় ৪-৫টা এজেন্ডা আছে। ৩৭১টি ইউপি নির্বাচনসহ যেসব নির্বাচন ১১ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেগুলোতে নির্বাচন হবে। এগুলো নিয়ে সিদ্ধান্ত আসবে ১৯ মে।’

জানা যায়, ‌বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), ইসি সচিব, অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, আইডিয়া প্রকল্পের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে চার নির্বাচন কমিশনারের কেউ বৈঠকে উপস্থিত ছিলেন না। বৈঠকে কমিশনের বর্তমান কার্যক্রমের হালনাগাদ কার্যক্রমের খোঁজ নেয়া হয়। এছাড়া যেসব নির্বাচন স্থগিত আছে, যেগুলো মেয়াদ শেষ হচ্ছে সেগুলোর সম্পর্কে অবহিত করা হয়।

এদিকে আসন্ন কমিশন সভার আলোচ্যসূচির মধ্যে যেসব বিষয় রয়েছে সেগুলো হলো- লক্ষ্মীপুর-২ আসনের স্থগিতকৃত নির্বাচন, ষষ্ঠ ধাপের ১১টি পৌরসভাসহ প্রথম ধাপের ইউনিয়ন পরিষদের স্থগিতকৃত নির্বাচন; সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য আসনে উপনির্বাচন; ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচন ও পৌরসভাসহ স্থানীয় সরকার পরিষদের অন্যান্য নির্বাচন; লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভা নির্বাচনের তদন্ত প্রতিবেদন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

কমিশন করোনা নির্বাচন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর