Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে বায়তুল মোকাররমে ৫ জামাত

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ মে ২০২১ ১৯:৪২ | আপডেট: ১১ মে ২০২১ ২২:৫৭

করোনা সংক্রমণের ঝুঁকি বিবেচনায় গত বছরও ঈদুল ফিতরের জামাত বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়

ঢাকা: আসন্ন ঈদুল ফিতরে স্বাস্থ্যবিধি মেনে পাঁচটি জামাত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়। আর শেষ জামাতটির জন্য সময় নির্ধারণ করা আছে সকাল ১০টা ৪৫ মিনিট।

মঙ্গলবার (১১ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৭টা থেকে শুরু পৌনে ১১টা পর্যন্ত সময়ে পাঁচটি ঈদ জামাত হবে জাতীয় মসজিদে। এর মধ্যে ঈদের প্রথম জামাত হবে সকাল ৭টায়, দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়। এছাড়া সকাল ৯টায় তৃতীয় জামাত, ১০টায় চতুর্থ জামাত ও সকাল ১০টা ৪৫ মিনিটে পঞ্চম ও শেষ জামাত হবে বায়তুল মোকাররমে।

এদিকে, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে এ বছর জাতীয় ঈদগাহে ঈদের জামাত হবে না। কারণ সব ধরনের খোলা মাঠে ঈদ জামাত আয়োজন না করার নির্দেশনা দিয়েছে সরকার। খোলা ময়দানের বদলে ঈদ জামাত মসজিদে আয়োজন করতে বলা হয়েছে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

এই নির্দেশনা অনুযায়ী মসজিদে প্রবেশের সময় সবাইকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে জামাত আদায় করতে অনুরোধ করা হয়েছে।

এর আগে, করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত বছরও ঈদুল ফিতর ও ঈদুল আজহার ঈদের জামাত জাতীয় ঈদগাহে হয়নি, কেবল বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে। জামাতে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে মুসল্লিদের তিন ফুট দূরত্ব বজায় রেখে দাঁড়ানোর ব্যবস্থা করা হয়।

সারাবাংলা/ইএইচটি/টিআর

ইসলামিক ফাউন্ডেশন ঈদ জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররম

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর