Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ মোটর সাইকেলের সংঘর্ষে ২ মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২১ ১৭:৫১

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই মোটর সাইকেলের সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (১১ মে) দুপুর পৌনে দুইটার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেয়টখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন লোকমান হোসেন (২০) এবং শাহ জালাল (৩৫)। মৃত লোকমানের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কান্দিপাড়া গ্রামে। অপর নিহত শাহ জালাল শরীয়তপুর জেলার সখিপুরের চরকান্দা মুন্সীকান্দি গ্রামে। মৃত দুইজনই মোটর সাইকেলে করে ভাড়ায় যাত্রী আনা-নেওয়া করতো।

এ ব্যাপারে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, দুই দিক থেকে আসা দুইটি মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মোটর সাইকেল চালক লোকমান। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথিমধ্যে মারা যান অপর মোটর সাইকেলের চালক শাহ জালাল। আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত তিন জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সারাবাংলা/একেএম

মুন্সীগঞ্জ মোটর সাইকেলের সংঘর্ষ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর