Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২১ ১৬:৫৬

নওগাঁ: জেলার ধামইরহাটে বজ্রপাতে রেজাউল করিম ইজাবুল (৬৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মঙ্গলবার (১১ মে) দুপুর দেড়টার দিকে ধামইরহাটের ইসবপুর ইউনিয়নের বৈদ্যবাটি গ্রামের মাঠে এই ঘটনা ঘটে।

এ ব্যাপারে ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েশ বলেন, আকাশ মেঘাচ্ছন্ন দেখালে কৃষক ইজাবুল গরু নেওয়ার জন্য পূর্ব মাঠে যান। গরু নিয়ে রওনা দেওয়ার মুর্হুতেই তিনি বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যান।

জানা যায়, এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক ইজাবুল বৈদ্যবাটি হটাৎপাড়া গ্রামের মৃত গিয়াশ উদ্দিনের ছেলে।

এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মমিন বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে। দাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সারাবাংলা/একেএম

কৃষকের মৃত্যু নওগাঁ বজ্রপাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর