Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জে জাল ডলার ও মুদ্রণের সরঞ্জামসহ আটক ১

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১১ মে ২০২১ ১৫:৩৮

কিশোরগঞ্জ: সদর এলাকার কালটিয়া বাজার থেকে বিপুল পরিমাণ জাল ডলার ও মুদ্রণের সরঞ্জামসহ এ.এস.এম মোনায়েম নামে একজনকে আটক করেছে র‌্যাব। সোমবার (১১ মে) রাত দেড়টার দিকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১৪ এর অধিনায়ক লে. কর্ণেল আবু নাঈম মো. তালাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক এ.এস.এম মোনায়েম জেলার পাকুন্দিয়া উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কোদালিয়া গ্রামের এ.এস.এম আব্দুল মজিদের ছেলে।

মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, ২-৩ বছর আগে দুবাই থেকে এসে কালটিয়া বাজারে কম্পিউটারের দোকান নিয়ে বসে এবং ছবিসহ কাগজপত্র প্রিন্ট দিত মোনায়েম। কিন্তু গত কয়েক মাস আগে জাল ডলার প্রিন্ট দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে সে। পরে রাতে অভিযান চালিয়ে ৭০ হাজার জাল ডলার ও সরঞ্জামসহ মোনায়েমকে আটক করা হয়।

সারাবাংলা/এসএসএ

কিশোরগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর