Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যা করলো বাবা, নারীসহ আহত ৫

লোকাল করেসপন্ডেন্ট
১১ মে ২০২১ ১২:২০

কক্সবাজার: জেলার মহেশখালী উপজেলা শাপলাপুর ইউনিয়নে বাবার হাতে নির্মম ভাবে নিহত হয়েছে ছেলে। একইসঙ্গে পরিবারের আরও ৫ সদস্য আহত হয়েছেন। সোমবার (১০ মে) গভীর রাতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, মহেশখালী উপজেলা শাপলাপুর ইউনিয়নের জামিরছড়া এলাকার আলতাজ (৬২) সোমবার রাতে সবাই ঘুমিয়ে পড়লে ধারালো কিরিচ নিয়ে তার প্রথম স্ত্রীর ছেলে জুবায়েরের (২২) রুমে গিয়ে তাকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে গুরুতর আহত করে।

বিজ্ঞাপন

পরে তার চিৎকারে বাড়ির অন্যরা এগিয়ে এলে আলতাজের এলোপাতাড়ি কোপে তার আরেক ছেলে মো. ফয়সাল, স্ত্রী জান্নাত আরা বেগম, মেয়ে জুনু বেগম এবং জুনু বেগমের মেয়ে শামিমাও আহত হয়।

এর মধ্যে জুবাইয়ের অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত ফয়সালকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। এছাড়া বাকি সদস্যদের জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে মহেশখালী থানা থেকে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে এলাকাবাসীর সহযোগিতায় খুনি আলতাজ এবং তার আরেক ছেলে টিপুকে আটক করেছে।

জানা গেছে, জুবায়ের আলতাজের প্রথম স্ত্রীর ছেলে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।

সারাবাংলা/এমও

আহত ৫ কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর