Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিমুলিয়ায় চলছে ১৩টি ফেরি, স্বস্তিতে পদ্মা পার হচ্ছে ঘরমুখী মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২১ ১০:৩৪ | আপডেট: ১১ মে ২০২১ ১৩:২০

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে ঈদে ঘরমুখো মানুষের ভিড় থাকলেও চাপ তেমন নেই। মঙ্গলবার (১১ মে) সকাল থেকে সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ১৩টি ফেরি চলাচল করছে।

তবে ফেরিতে গণপরিবহন, প্রাইভেট কার যাচ্ছে না। ফেরিতে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, জরুরি কোনো পরিবহনের সঙ্গে যাত্রীরা পারাপার হচ্ছে। ফেরি বেশি থাকায় অনেকটা স্বস্তিতেই পদ্মা পার হচ্ছেন ঘরমুখী মানুষ।

ফেরিঘাটের চেকপোস্টে বিজিবি মোতায়েন রয়েছে।

ঘাট কর্তৃপক্ষ জানান, সকাল থেকেই ১৩টি ফেরিতে জরুরি পরিবহনের সঙ্গে ঘরমুখী মানুষেরা পদ্মা পাড়ি দিচ্ছেন।

সারাবাংলা/এমও

ঘরমুখী মানুষ পদ্মা শিমুলিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর