Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাহাড়ে সৌর বিদ্যুতে সেচ প্রকল্প ঘুরে দেখলেন উপজেলা চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মে ২০২১ ২০:৩০ | আপডেট: ১১ মে ২০২১ ০০:৫০

রাঙ্গামাটি: রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলায় সৌর বিদ্যুতের মাধ্যমে কৃষি জমিতে সেচ প্রকল্প পরিদর্শন করেছেন জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কান্তি চাকমা। ‘পার্বত্য চট্টগ্রাম জলবায়ু সহনশীল প্রকল্পে’র (সিসিআরপি) অধীনে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে পাহাড়ের প্রান্তিক কৃষকরাও সেচ সুবিধার আওতায় আসছেন।

সোমবার (১০ মে) সকালে প্রকল্প পরিদর্শনে জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে ছিলেন পার্বত্য চট্টগ্রাম জলবায়ু সহনশীল প্রকল্পের রাঙ্গামাটি জেলা কর্মকর্তা পলাশ খীসা, টেকনিক্যাল কর্মকর্তা সুশীল চাকমা, ১ নম্বর জুরাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যানন চাকমা, ইউপি সদস্য ও স্থানীয় কারবারি কিরণ কুমার চাকমাসহ অন্যরা।

বিজ্ঞাপন

জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ চাকমা প্রকল্প পরিদর্শনের পাশাপাশি স্থানীয় কৃষকের সঙ্গে কথা বলেন। চেয়ারম্যান সুরেশ চাকমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক এলাকাগুলোতে সেচ ব্যবস্থার অভাবে অনেক জমি অনাবাদি থাকে। এতে করে কৃষকরাও সদিচ্ছা থাকা সত্ত্বেও চাষাবাদ করতে পারেন না। এই প্রকল্পের অধীনে চারটি সৌর সেচ পাম্পের মাধ্যমে কৃষকরা কৃষি জমিতে সেচ দিতে পারছেন। আমার মনে হয়, রাঙ্গামাটির অন্যান্য উপজেলাতেও এ ধরনের প্রকল্প নেওয়া যেতে পারে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তাই এ ধরনের উদ্যোগ কৃষকের জন্য খুব প্রয়োজন।’

পরিদর্শন শেষে জুরাছড়ি ইউনিয়নের সাপছড়ি পাড়ার মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়। সভায় অতিথি, প্রকল্প সংশ্লিষ্ট ও গ্রামবাসীরা গ্রামীণ কৃষি কাজ প্রসঙ্গে নানা আলোচনা করেন। সভায় তাদের বক্তব্যে গ্রামীণ কৃষকের চাষাবাদে বিভিন্ন ধরনের প্রতিকূলতার কথা উঠে আসে। এসময় কৃষকরা বিভিন্ন ধরনের আধুনিক কৃষি যন্ত্রের প্রয়োজনের কথা জানান এবং আধুনিক কৃষি ক্ষেত্রে নিজেদের দুর্বলতার কথাগুলো তুলে ধরেন।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় সুরেশ কান্তি চাকমা, ক্যানন চাকমা, পলাশ খীসা, সুশীল চাকমা, কিরণ কুমার চাকমা ছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক কনক চাকমা, মিতালি চাকমা, মিঠুন চাকমা, বড় কুমার চাকমাসহ অন্যরা। এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা আশীষ চাকমাসহ গ্রামের কৃষকরা উপস্থিত ছিলেন।

ডেনমার্কভিত্তিক সহায়তা প্রতিষ্ঠান ড্যানিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সিসের (ডানিডা) অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপি যৌথভাবে সৌর বিদ্যুতে সেচ প্রকল্পটি বাস্তবায়ন করছে। পার্বত্য চট্টগ্রাম জলবায়ু সহনশীল প্রকল্পের অধীন সৌর বিদ্যুতের মাধ্যমে কৃষি জমিতে সেচ ব্যবস্থা ছাড়াও পাহাড়ে পানীয় জলের সংকট নিরসনসহ নানামুখী কাজ করা হচ্ছে।

সারাবাংলা/টিআর

পাহাড়ে সেচ সৌর বিদ্যুৎ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর