শ্রীমঙ্গলে ছাত্রলীগ নেতাদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
১০ মে ২০২১ ২০:৪৫ | আপডেট: ১০ মে ২০২১ ২২:৩৪
মৌলভীবাজার: জেলার শ্রীমঙ্গলে মানবতার সেবায় কোভিড-১৯ পরিস্থিতিতে ঈদকে সামনে রেখে ৩ শতাধিক কর্মহীন মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়েছে।
সোমবার (১০ মে) বিকেলে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে গরীব, দুঃস্থ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মেনে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। লন্ডন প্রবাসী ছাত্রলীগ নেতা এ এফ এম সুমেল, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাজু দেব রিটন, শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান সুজাতের উদ্যোগে এসব বিতরণ করা হয়েছে।
জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক উপ দফতর সম্পাদক আবু শহীদ আবদুল্লা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ মনসুরুল হক, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এ এফ এম হিমেল, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু কাউছার লাবলু, উপজেলা যুবলীগ সদস্য মেহেদী হাসান সোহেল এবং ছাত্রলীগ যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতা।
অনুষ্ঠান আয়োজনকারী ছাত্রলীগ নেতাদের প্রশংসা জানিয়ে আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে।’
অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক পরিবারের মধ্যে শাড়ি লুঙ্গিসহ সেমাই তুলে দেওয়া হয়েছে।
সারাবাংলা/এমও