‘রোহিঙ্গা ইস্যুতে এই মুহূর্তে ত্রিপক্ষীয় অগ্রগতির সম্ভাবনা নেই’
১০ মে ২০২১ ১৮:০০ | আপডেট: ১০ মে ২০২১ ১৮:২৯
ঢাকা: রোহিঙ্গা সংকট নিরসনে চীনের উদ্যোগে বাংলাদেশ এবং মিয়ানমারকে নিয়ে ত্রিপক্ষীয় উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু গত ফেব্রুয়ারিতে মিয়ানমারে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় আপাতত এই বিষয়ে কোনো অগ্রগতির সম্ভাবনা নেই।
সোমবার (১০ মে) ঢাকার কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠনের (ডিকাব) সদস্যদের সঙ্গে অনলাইনে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এই মন্তব্য করেন।
রোহিঙ্গা সংকট নিয়ে ত্রিপক্ষীয় উদ্যোগের সর্বশেষ অগ্রগতি জানতে চাইলে চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, ‘গত ফেব্রুয়ারিতে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু তার আগেই মিয়ানমারে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তারপর থেকে মিয়ানমারের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফেব্রুয়ারির পর এই ইস্যুতে আমরা মিয়ানমারের পক্ষ থেকে কোনো বার্তা পাইনি।’
তিনি আরও বলেন, ‘পরিস্থিতি পর্যবেক্ষণে মনে হচ্ছে, এই মুহূর্তে মিয়ানমার ত্রিপক্ষীয় বিষয়ে আগ্রহী না। তাই বলতে পারছি না, ঠিক কবে নাগাদ ত্রিপক্ষীয় বৈঠক আবার হতে পারে। পরিস্থিতি আরও পর্যবেক্ষণের পর এই ইস্যুতে তথ্য জানা যাবে। তার আগ পর্যন্ত আমাদের ধৈর্য্য ধরতে হবে।’
সারাবাংলা/জেআইএল/পিটিএম