কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে আরেকটি মৃত ডলফিন
১০ মে ২০২১ ১৫:৪৫
কুয়াকাটা: কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৮ ফুট দৈর্ঘ্যের আরও একটি মৃত ডলফিন। গতকাল সন্ধ্যায় সৈকতের কম্পিউটার পয়েন্ট এলাকায় এটি ভেসে আসতে দেখে স্থানীয়রা। পরে তারা ট্যুরিস্ট পুলিশ ও কুয়াকাটা পৌরসভা কর্তৃপক্ষকে খবর দেয়।
স্থানীয়রা জানান, ডলফিনটির শরীরের বিভন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া এর পিছনের অংশেও বড় একটি ক্ষত রয়েছে। এর শরীরের উপরের চামড়া অনেকটা উঠে গেছে।
এর আগে, গতকাল বেলা এগারোটায় লেম্বুর বন এলাকায় ১০ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন ভেসে আসে। দু’টি ডলফিনই মাটি চাপা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ।
তবে এসব ডলফিন কি কারণে মারা যাচ্ছে সেটা নিশ্চিত করতে পারেনি মৎস্য বিভাগ।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন জানান, মৃত ডলফিন ভেসে আসার খবরে তিনিসহ ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে মৎস্য বিভাগ ও কুয়াকাটা পৌরসভা কর্তৃপক্ষকে অবহিত করলে তারা রাতে ডলফিন দু’টি মাটি চাপা দেয় বলে তিনি জানান।
সারাবাংলা/এমও