যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে বন্দুক হামলা, ৭ মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২১ ০৯:১৪ | আপডেট: ১০ মে ২০২১ ১১:৩৬
১০ মে ২০২১ ০৯:১৪ | আপডেট: ১০ মে ২০২১ ১১:৩৬
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের কলোরাডো স্প্রিংসে জন্মদিনের পার্টিতে এসে বন্দুক হামলা চালিয়ে বান্ধবীসহ ছয়জনকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন এক যুবক। খবর রয়টার্স।
রোববার (৯ মে) এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানিয়েছে কলোরাডো পুলিশ। তবে, সংশ্লিষ্টদের নাম এখনো প্রকাশ করা হয়নি।
এ ব্যাপারে এক বিবৃতিতে কলোরাডো পুলিশ জানিয়েছে, প্রিয়জনকে হারানোর শোক যে সাংঘাতিক, তা তারা অনুভব করতে পারেন। শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনাও জানানো হয় ওই বিবৃতিতে।
এদিকে, যুক্তরাষ্ট্রে প্রতিবছরই ব্যক্তিগত বন্দুক ব্যবহার করে এ ধরনের হামলার ঘটনা ঘটে থাকে। এ ধরনের ঘটনা এড়াতে দেশটির বন্দুক আইনে পরিবর্তনের কথা ভাবছে বাইডেন প্রশাসন।
সারাবাংলা/একেএম