Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

লোকাল করেসপন্ডেন্ট
৯ মে ২০২১ ২০:৪১

কুয়াকাটা (পটুয়াখালী): সমুদ্র সৈকতে ভেসে এসেছে ১০ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন। রোববার (৯ মে) বেলা ১১টায় লেম্বুর বন সংলগ্ন সৈকতে মৃত ডলফিনটি দেখতে পান স্থানীয় জেলেরা। পরে মৎস্য বিভাগ ও কুয়াকাটা পৌর সভার কর্মকর্তাদের খবর দেন তারা।

স্থানীয়রা জানান, মাছটির শীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। জেলেদের জালের আঘাতে মাছটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও বেশ কয়েকটি মৃত ডলফিন ও তিমি সৈকতে ভেসে এসেছিল। তবে কি কারণে এসব মাছের মৃত্যু হচ্ছে তা নিশ্চিত করে বলতে পারেনি মৎস্য বিভাগ।

বিজ্ঞাপন

এদিকে মৃত এসব মাছ সংরক্ষণের জন্য কুয়াকাটায় একটি সংরক্ষনাগার নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় ট্যুরিজম ব্যবসায়ীরা।

পটুয়াখালীর জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ জানান, ঘটনাস্থলে মৎস্য বিভাগের কর্মকর্তাদের পাঠানো হয়েছে। কি কারণে মাছটি মারা গেছে তা নিশ্চিত হওয়ার জন্য পোস্টমর্টেম করার চেষ্টা করা হবে। তবে যদি অবস্থা বেশি খারাপ হয় তাহলে ডলফিনটিকে মাটি চাপা দেওয়া হবে।

সারাবাংলা/এনএস

কুয়াকাটা সৈকত মৃত ডলফিন

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর