গণপরিবহনে নেই স্বাস্থ্যবিধির তোয়াক্কা
৯ মে ২০২১ ১৭:২৪
ঢাকা: গত ৬ মে থেকে শুরু হয় স্বাস্থ্যবিধি মেনে রাজধানীতে গণপরিবহন। এর আগে ১৩ এপ্রিল রাজধানীতে গণপরিবহন চলে। এরপর থেকে শুরু হয় গণপরিবহন চলাচলা বন্ধ। তবে পুনরায় গণপরিবহন চালু হলেও কোনো বাসেই স্বাস্থ্যবিধির তোয়াক্কা করা হচ্ছে না।
রোববার (৯ মে) রাজধানীর কয়েকটি স্থান ঘুরে এই চিত্র দেখা গেছে। রাজধানীর গুলিস্তান মোড়ে দীর্ঘ সময় অপেক্ষা করে দেখা গেল, রীতিমত যুদ্ধ করে বাসে উঠছেন যাত্রীরা। আবার পাশাপাশি দুই ছিটেই যাত্রীরা শরীরে শরীর লাগিয়ে বসছেন।
গুলিস্তান মোড়ে আকাশ পরিবহনের হেলপার রাশেদ বলেন, কতদিন বন্ধ ছিল বাস জানেন না। না খেয়ে আমাদের দিন গেছে। আমরা তো কারও কাছে গিয়েও একটু খাবার পাইনি। আবার আমরা তো বলছি না দুই ছিটে দুইজনকে বসতে। যাত্রী আসছে তারাই বসছে।
আকাশ পরিবহনের এক যাত্রী সারাবাংলাকে বলেন, অফিস করতে হচ্ছে। কয় টাকাই বা বেতন পাই। ব্যক্তিগত গাড়িও নেই। তাই জীবনের ঝুঁকি নিয়েই আমাদের চলাচল করতে হবে। বাস বন্ধ থাকায় রিকশা ও মোটরসাইকেলে করে অফিস করেছি। আসলে গরীবের কেউ খোঁজও রাখে না।
চানখাঁরপুল মোড়ে ঘণ্টাখানেক দাঁড়িয়ে দেখা গেল একই অবস্থা। স্বাস্থ্যবিধি কিভাবে পালন করবেন সেটা হয়তো বেমালুম ভুলেই গিয়েছেন অনেক যাত্রী।
মৌমিতা পরিবহনে যাত্রীরা উঠছেন। কে কার আগে উঠবেন সেটা নিয়েই যুদ্ধ। বাসেও উঠলেন আবার পাশাপাশি বসেও যাচ্ছেন যাত্রীরা। কয়েকজন বলছেন, এসব করোনা আমাদের হবে না। গরীব মানুষের জন্য করোনা না। করোনা ধনীদের রোগ। আমরা খেয়ে না খেয়ে দিন পার করছি। এভাবে না গেলে বেশি ভাড়া দিতে হবে। সেই টাকা তো আমাদের নেই।
রাজধানীর নিউমার্কেট, পান্থপথ, কলাবাগানেও একই চিত্র দেখা গিয়েছে। কোনো বাসেই নেই স্বাস্থ্যবিধির তোয়াক্কা।
সারাবাংলা/এসজে/এনএস