Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গার্মেন্টসের ছুটি থাকবে ৩ দিন, কর্মস্থলেই থাকতে হবে শ্রমিকদের

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ মে ২০২১ ১৭:০২ | আপডেট: ৯ মে ২০২১ ১৭:০৪

বেগম মন্নুজান সুফিয়ান

ঢাকা: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, ঈদের সরকারি ছুটি তিনদিনের বেশি দেওয়ার এখতিয়ার নেই। তবে যদি কোনো কারখানা মালিক ও শ্রমিক সমন্বয় করে ছুটি বাড়ায় তাহলে বাড়তে পারেন। তবে শ্রমিকদের অব্যশই কর্মস্থল এলাকায় থাকতে হবে।

রোববার (৯ মে) রাজধানীর শ্রম ভবনে আয়োজিত ‘আরএমজি’ বিষয়ক ত্রিপাক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) সভায় তিনি এসব কথা বলেন। এসময় তৈরি পোশাক মালিকাদের সংগঠন বিজিএমইএ’র সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নন কচি, বিকেএমইএ’র সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাতেমসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের ওভারটাইম করাবেন নাকি ছুটি দেবেন, সেটি মালিক ও শ্রমিক পক্ষ নির্ধারণ করবেন।

তিনি বলেন, সরকারি ছুটি তিনদিন নির্ধারণ করা হয়েছে। এ বাইরে অনেক গার্মেন্টসে পাঁচ থেকে সাতদিন ছুটি দিয়েছে। ছুটি যাই হোক শ্রমিকদের কর্মস্থলে অবস্থান করতে হবে। এখনো যেসব গার্মেন্টস চালু রয়েছে। তারা যদি মনে করেন ছুটি বাড়াবেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে বাড়াতে পারেন। এছাড়াও আগামীকালের মধ্যে সকল গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করা আহবান জানান মন্ত্রী।

এর আগে আলোচনা পর্বে সরকার ঘোষিত তিনদিনের ছুটির পরিবর্তে পাঁচদিন করার দাবি জানান গার্মেন্ট শ্রমিক নেতারা। গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, বছরে দুইটি ঈদ উদযাপন করে। তাই শ্রমিকরা তিন দিনের ছুটি মানতে পারছে না। ছুটি আরও দুদিন বাড়ানো দাবি করছি।

বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি সালাহউদ্দিন স্বপন বলেন, বছরের স্বজনদের সঙ্গে দুবার ঈদে মিলিত হয় শ্রমিকরা। সারা বছর কষ্ট করে মেশিন চালিয়ে কাজ করেন এই দিনে ছুটির আশায়। গ্রামে গিয়ে বাবা-মা’র সঙ্গে ঈদ করবেন। এবার করতে পারছে না। ফলে মিরপুর ও কচুক্ষেত্রে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে। এটা বেড়ে গেলে সমস্যা হবে। এছাড়াও নেতারা আগামীকালের মধ্যে সকল শ্রমিকেদর বেতন ও বোনাস দেওয়ার আহবান জানান।

বিজ্ঞাপন

বিজিএমইএ সহসভাপতি এম এ মান্নান কচি বলেন, আমরা ছুটি বাড়াতেও প্রস্তুত। সরকার ছুটি বাড়ালে আমরা বাড়াবো। ছুটি দিতে আমাদের আপত্তি নেই। একই কথা বলেন বিকেএমইর সহসভাপতি হাতেম।

জানতে চাইলে বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি সারাবাংলাকে বলেন, বৈঠকে আমরা প্রস্তাব দিয়েছি কোনো শ্রমিক যাতে কর্মস্থল ত্যাগ না করে সে ব্যাপারে মালিক ও সরকার পক্ষকে সচেতন থাকতে হবে। ছুটি তিন দিনই থাকবে, তবে মালিকপক্ষ চাইলে সমন্বয় করে এক দুইদিন ছুটি বেশি দিতে পারবে।

সারাবাংলা/ইএইচটি/এনএস

ঈদের সরকারি ছুটি গার্মেন্টসের ছুটি টপ নিউজ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু শ্রমিক

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর