Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবাই নিজ ঘরে থেকে ইবাদত করুন: জি এম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মে ২০২১ ১৪:৩২ | আপডেট: ৯ মে ২০২১ ১৪:৩৪

ঢাকা: পবিত্র শবে কদর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, হাজার মাসের চেয়ে উত্তম এই মহিমান্বিত রজনী উপলক্ষে আমি বিশ্ব মুসলিম উম্মাহ্ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করছি।

রোববার (৯ মে) পবিত্র শবে কদর উপলক্ষে দেওয়া এক বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, সবাই নিজ  ঘরে থেকে ইবাদত করুন। পবিত্র শবে কদরে আমাদের ইহকালীন মুক্তি ও পরোকালীন শান্তি নিশ্চিত হোক। ফজিলতময় এই রাতের মহিমায় বৈশ্বিক করোনাভাইরাস থেকে মুক্তি পাক আমাদের এই সুন্দর পৃথিবী।

বিজ্ঞাপন

জি এম কাদের বলেন, পূণ্যময় রজনী শবে কদর মানব জাতির জন্য মহান আল্লাহর অশেষ নেয়ামত। মহান আল্লাহ্ বিশ্ববাসীর জন্য মহিমান্বিত এই রাতেই পবিত্র কুরআন শরীফ নাজিল করেছেন। তাই মুসলিম উম্মাহ্ এর কাছে পবিত্র এই রাতের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত অত্যাধিক। প্রতি বছর বরকতময় এই রাত আমাদের ছোট জীবনে হাজার মাসের চেয়ে বেশি ফজিলত অর্জনের সুযোগ এনে দেয়। মহা সম্মানিত এই রাতের বরকতে সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক।

সারাবাংলা/এএইচএইচ/এসএসএ

জাতীয় পার্টি জি এম কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর