গোয়েন্দা সেজে চাঁদাবাজির সময় ধরা পুলিশের হাতে
৯ মে ২০২১ ১৩:২১ | আপডেট: ৯ মে ২০২১ ২০:১৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে গোয়েন্দা কর্মকর্তা সেজে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজির সময় হাতেনাতে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সিআইডি কর্মকর্তা সেজে স্বাস্থ্যবিধি মনিটরিংয়ের নামে একটি জুতার দোকানে যান ওই যুবক। স্বাস্থ্যবিধি অমান্যের অভিযোগে জরিমানার নামে গত দু’দিন ধরে বিভিন্নভাবে ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে হয়রানির পর যুবককে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (০৮ মে) রাতে নগরীর পতেঙ্গা থানার উত্তর পতেঙ্গা এলাকায় আলী প্লাজায় একটি বাটা কোম্পানির জুতার শোরুম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার জয় বড়ুয়া জয়ন্ত (২২) উত্তর পতেঙ্গার স্টিল মিল বাজারের লিটন বড়ুয়ার ছেলে। তাদের বাড়ি রাঙ্গুনিয়া জেলার উত্তর পদুয়ায়।
আলী প্লাজার ওই বাটা শোরুমের মালিক মো. ইসমাইলের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জয়ন্তকে হাতেনাতে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে জয়ন্ত ওই শোরুমে গিয়ে মালিক ইসলামকে সিআইডি কর্মকর্তা পরিচয় দেন এবং একটি কার্ড দূর থেকে প্রদর্শন করেন। মুখে সঠিকভাবে মাস্ক না থাকার অজুহাতে তিনি প্রথমে শোরুম থেকে ক্রেতাদের সবাইকে বের করে দেন। এরপর স্বাস্থ্যবিধি অমান্য করায় এবং সরকারি নির্দেশ না মেনে সন্ধ্যার পরও দোকান খোলা রাখার কথা বলে শোরুমের মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান। পরদিন শনিবারের মধ্যে এই টাকা পরিশোধ করতে হবে জানিয়ে জয়ন্ত সেখান থেকে চলে যান।
ওসি জোবাইর সৈয়দ সারাবাংলাকে বলেন, ‘শনিবার দুপুরে জয়ন্ত একবার মালিক ইসমাইলকে ফোন করে জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তিনি জরিমানা কমিয়ে নিয়েছেন। এক লাখ টাকা রাতের মধ্যে দিতে হবে, অন্যথায় দোকান সিলগালা করে দেওয়া হবে। ইসমাইল তার কথোপকথন রেকর্ড করেন। রাত সাড়ে ৮টার দিকে টাকা নিতে আসেন শোরুমে। তখন কথাবার্তার একপর্যায়ে ইসমাইল তাকে ১০ হাজার টাকা দেন। কিন্তু বিষয়টি কৌশলে মার্কেটের অন্যান্য ব্যবসায়ীদের জানিয়ে দেন। খবর পেয়ে আমরা গিয়ে জয়ন্তকে হাতেনাতে ১০ হাজার টাকাসহ গ্রেফতার করি।’
সারাবাংলা/আরডি/একে