Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উদ্যানের গাছ কাটায় ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মে ২০২১ ১৩:২৪ | আপডেট: ৯ মে ২০২১ ১৫:১৭

ঢাকা: সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করে সোহরাওয়ার্দী উদ্যানে রেস্টুরেন্ট নির্মাণের জন্য গাছ কাটায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমানার আবেদন করা হয়েছে।

একইসঙ্গে গাছ কাটা বন্ধ করে রেন্টুরেন্ট নির্মাণ কার্যক্রম স্থগিত এবং যে নকশার ভিত্তিতে এ কার্যক্রম করা হচ্ছে তা আদালতে দাখিল করার নির্দেশনা চাওয়া হয়েছে।

রোববার (৯ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ এ আবেদন করেছেন।

এর আগে, বৃহস্পতিবার (৬ মে) ৪৮ ঘণ্টা সময় দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, গণপূর্ত বিভাগের চিফ ইঞ্জিনিয়ার মো. শামিম আখতার এবং চিফ অর্কিটেক্ট অব বাংলাদেশ মীর মনজুর রহমানকে ইমেইলের মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছিল।

নোটিশে সোহরাওয়ার্দী উদ্যানে গাছকাটা বন্ধ করে রেস্টুরেন্ট/দোকান নির্মাণ কার্যক্রম বাতিল করার জন্য বলা হয়েছে, অন্যথায় আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছিলেন মনজিল মোরসেদ।

তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানের বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা সংরক্ষণের নির্দেশনা চেয়ে ২০০৯ সালে একটি রিট পিটিশন দায়ের করা হলে তৎকালীন বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ এ বিষয়ে আদেশ দেন। আদেশে আদালত এক বা একাধিক কমিটি গঠন করে সোহরাওয়ার্দী উদ্যানের সাতটি ঐতিহাসিক স্থান চিহ্নিত করার নির্দেশ দেন।

এছাড়াও, সোহরাওয়ার্দী উদ্যান থেকে বিদ্যমান সব ধরনের স্থাপনা অপসারণ করে কমিটির চিহ্নিত স্থানগুলোতে আন্তর্জাতিক মানসম্পন্ন ও বিবেচনাপ্রসূত দৃষ্টিনন্দন ও ভাবগাম্ভীর্যপূর্ণ স্মৃতিসৌধ নির্মাণ ও সংরক্ষণের নির্দেশনা দেন আদালত।

বিজ্ঞাপন

আদালতের রায় উপেক্ষা করে সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে ব্যবসায়িক স্বার্থে রেস্টুরেন্ট/দোকান নির্মাণের জন্য পরিবেশ ধ্বংস করে অনেক গাছ কেটে ফেলা হয়েছে। যা ওই রায়ের সম্পূর্ণ পরিপন্থি বলে উল্লেখ করেন মনজিল মোরসেদ।

সারাবাংলা/কেআইএফ/একেএম

আদালত অবমাননা গাছ কাটা সোহরাওয়ার্দী উদ্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর