শিমুলিয়া ঘাটে বিজিবি মোতায়েন
৯ মে ২০২১ ১১:২২ | আপডেট: ৯ মে ২০২১ ১১:২৯
মুন্সীগঞ্জ: করোনাভাইরাস সংক্রমণ রোধে শনিবার (৮ মে) সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার রুটে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে লাশবাহী গাড়ী ও অ্যাম্বুলেন্স পারাপারের জন্য ফেরি রয়েছে। ঘরমুখো মানুষের চাপে বিশেষ বিবেচনায় গত দুই দিন ফেরি ছাড়তে বাধ্য হয় কর্তৃপক্ষ।
এমন পরিস্থিতিতে রোববার (৯ মে) ভোর থেকে শিমুলিয়া ঘাটে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার। তিনি বলেন, গত দুই দিনের পরিস্থিতি বিবেচনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় পুলিশের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি ভোর থেকে কাজ করছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যাপ্ত বিজিবি সদস্যরা অত্র এলাকায় (ফেরিঘাটে) দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, মানুষ ছাড়াও ব্যক্তিগত গাড়ি ঘাটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট রয়েছে। যাতে কোন ছোট যানবাহন যেমনঃ প্রাইভেট কার, মাইক্রোবাস ইত্যাদি ঘাট এলাকায় প্রবেশ করতে না পারে। শুধু অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি পারাপার করতে বেশকিছু ফেরি দিনের জন্য প্রস্তুত রয়েছে। আর সন্ধ্যার পর যথারীতি পণ্যবাহী যানবাহন পারাপার করা হবে।
ইতোমধ্যেই ঘাট এলাকায় আগত যাত্রী ও বিভিন্ন প্রাইভেট যানবাহন ফিরিয়ে দিতে দেখা গেছে বিজিবি সদস্যদের।
সারাবাংলা/একেএম