সিরাজগঞ্জে ভুটভুটি উল্টে ২ ভাই নিহত
৯ মে ২০২১ ০০:৪৭ | আপডেট: ৯ মে ২০২১ ০০:৫০
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় গরু বোঝাই ভুটভুটি (শ্যালো মেশিনে চালিত বাহন) উল্টে খাদে পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। নিহত দু’জন সম্পর্কে ভাই। এ দুর্ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।
শনিবার (৮ মে) সন্ধ্যায় আমশড়া-উনুখা আঞ্চলিক সড়কের কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ওসমান আলী (৫৫) ও নূর ইসলাম (৪০) উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের প্রতাপ গ্রামের মৃত হারান খানের ছেলে। আহত দু’জনের নাম-পরিচয় জানা যায়নি।
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো জানান, রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা হাট থেকে গরু কিনে বাড়ি ফিরছিলেন ওসমান, নূর ইসলামসহ চার জন। সলঙ্গার থানার কালিকাপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুটি উল্টে খাদে পড়ে যায়।
চেয়ারম্যান জানান, এতে ঘটনাস্থলেই দু’জন গুরুতর আহত হন। সামান্য আহত বাকি দু’জন তাদের উদ্ধার করে হাসপাতালে নেন। পথেই ওসমান ও নূর ইসলাম মারা যান।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের স্বজনেরা তাদের নিয়ে গেছেন।
সারাবাংলা/টিআর