দূরপাল্লার বাস ফেরত পাঠানোর চেষ্টা, মহাসড়কে যানজট
৮ মে ২০২১ ১৯:২৭
সিরাজগঞ্জ: উত্তরবঙ্গ-ঢাকা মহাসড়কের সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম গোলচত্বর হতে নলকা এলাকা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে ট্রাকের দীর্ঘ সারি ও যানজট রয়েছে। তবে সেতুর পশ্চিমপাড় এলাকা ছাড়া দূরপাল্লার কোনো বাস দেখা যায়নি। কিন্তু সকাল থেকে উভয় পাশ থেকে আসা দূরপাল্লার বাসগুলো কড্ডা এলাকায় আটকে দিলে শ্রমিকরা আন্দোলন শুরু করেন।
কড্ডা এলাকা থেকে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. আব্দুল গণি ও মো. আব্দুল কাদের জানান, মানবিকতার খাতিরে কিছু দূরপাল্লার বাস ছেড়ে দেওয়া হলেও কিছু বাস এখনও আটকে থাকায় মূলত এই যানজটের সৃষ্টি হয়ছে।
কড্ডা এলাকায় ১০ কিলোমিটার রাস্তাজুড়ে দেখা গেছে ব্যক্তিগত গাড়ির আধিপত্য। নিয়ম বহির্ভূত ও উল্টোপথেও গাড়ি চালাতে দেখা গেছে চালকদের। এসব বিষয় নিয়ে টিআই আব্দুল কাদের বলেন, ‘শ্রমিকদের আন্দোলন থেমে গেছে ও রাস্তায় পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।’
মহাসড়কের বাঘবাড়ি এলাকায় ট্রাক চালক জাবেদ হোসেন বলেন, ‘আমি নওগাঁ থেকে ঢাকা যাচ্ছি। এখানে প্রায় ঘণ্টাখানেক আছি।’ তবে যানজটের সঠিক কারণ তিনি বলতে পারেননি।
ট্রাফিক ইন্সপেক্টর মো. আব্দুল কাদের বলেন, ‘ঈদে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হচ্ছে কিন্তু উত্তরবঙ্গগামী রাস্তা ফাঁকা আছে। সামনে সার্কেল স্যার আছেন তার সঙ্গে কথা বলেন।’
মহাসড়ক থেকে অতিরিক্ত পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) বলেন, ‘আমরা আপাতত সব দূরপাল্লার গাড়ি আটয়ে রেখেছি। তাদের বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করছি।’
যানজট নিরসনে বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি তাদের বুঝিয়ে ফেরত পাঠাতে। তারা ফিরলেই মহাসড়ক যানজটমুক্ত হয়ে যাবে।’
সারাবাংলা/এমও