Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় ৪৫ মৃত্যু, শনাক্ত ১২৮৫ জন

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ মে ২০২১ ১৬:৪৫ | আপডেট: ৮ মে ২০২১ ১৯:৩১

ঢাকা: গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) সংক্রমিত ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ১১ হাজার ৮৭৮ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৮৫ জন। এ নিয়ে দেশে শনাক্ত হলেন মোট ৭ লাখ ৭২ হাজার ১২৭ জন।

শনিবার (৮ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার (৭ মে) করোনাভাইরাসে ৩৭ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে ১ হাজার ৬৮২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত ৪১ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া একই সময়ে ১ হাজার ৮২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

এ ছাড়া গত বুধবার ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত ৫০ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া একই সময়ে ১ হাজার ৭৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি মিলিয়ে ৪৪৩টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি পিসিআর ল্যাব ১২৭টি, জিন এক্সপার্ট ল্যাব ৩৩টি, র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাব ২৮১টি।

এই সময়ে নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৩২৪ টি। পুরনো নমুনাসহ নমুনা পরীক্ষার সংখ্যা ১৪ হাজার ৭০৩টি। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষা নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা হলো ৫৬ লাখ ১৩ হাজার ৯৭৯টি।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার মধ্যে ১ হাজার ২৮৫টি নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ৭ লাখ ৭২ হাজার ১২৭ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলেন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৭৪ শতাংশ। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৯২ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হলেন মোট ৭ লাখ ৬ হাজার ৮৩৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক শূন্য ৫৪ শতাংশ।

মৃত ৪৫ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৩৫ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ১০ জন। শনাক্তের বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৫৪।

গত ২৪ ঘণ্টায় মৃত এই ৪৫ জনের মধ্যে ২৬ জন পুরুষ, ১৯ জন নারী। এদের মধ্যে ২২ জন ষাটোর্ধ্ব, ১২ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, সাতজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, দুইজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে।

মৃতদের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ২১ জন, চট্টগ্রাম বিভাগের ১৩ জন, রাজশাহী বিভাগের একজন, খুলনার তিনজন, বরিশালের দুইজন, সিলেটের রয়েছেন দুইজন ও ময়মনসিংহের একজন ও রংপুর বিভাগের দুইজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর বলছে, বৃহস্পতিবার দুপুর আড়াইটা পর্যন্ত সারাদেশে করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন করেছেন মোট ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন। সর্বশেষ হিসাব অনুযায়ী প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৮৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় কেউ ভ্যাকসিনের প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ নেননি। এ পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৩ লাখ ১৩ হাজার ৪২৪ জন।

সারাবাংলা/একে

করোনা কোভিড-১৯ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

৪৫০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
১২ জানুয়ারি ২০২৫ ২২:৩১

আরো

সম্পর্কিত খবর