Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনসার সদস্য-স্থানীয়দের মধ্যে পাল্টাপাল্টি হামলা, নারীসহ আহত ১৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২১ ১১:৪৪

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় আনসার ব্যাটালিয়ানের সদস্য ও স্থানীয়দের মধ্যে পাল্টাপাল্টি হামলায় দুই গ্রুপের নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছে। এরমধ্যে স্থানীয় দুইজনকে কলাপাড়া হাপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৭ মে) বিকাল সাড়ে তিনটার দিকে পৌর শহরের নাচনাপাড়া এলাকার আনসার ব্যাটালিয়নের হেডকোয়ার্টার্সের সামনে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নাচনাপাড়া এলাকায় স্থানীয়দের নির্মাণাধীন মসজিদের পাশ থেকে একটি গাছ কাটতে যায় স্থানীয়রা। এ সময় আনসার ব্যাটালিয়নের সদস্যরা বাধা দিলে স্থানীয় কালাম নামের এক ব্যক্তি এর প্রতিবাদ করেন। পরে কালামকে বেধড়ক মারধর করে তাকে ক্যাম্পের মধ্যে নিয়ে যেতে চাইলে স্থানীয়রা বাধা দেয়। এ সময় স্থানীয়দের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে আনসার সদস্যরা। পরে স্থানীয়রাও পাল্টা হামলা চালায়। এ ঘটনায় স্থানীয় ১০ জন ও চারজন আনসার সদস্য আহত হন।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সারাবাংলা/এনএস

আনসার সদস্য-স্থানীয় নারীসহ আহত ১৪ পাল্টাপাল্টি হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর