Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনকণ্ঠের চাকরিচ্যুতদের পুনর্বহালে সরকারের হস্তক্ষেপ চায় বিএফইউজে

সারাবাংলা ডেস্ক
৮ মে ২০২১ ১০:১১

ঢাকা: জনকণ্ঠের চাকরিচ্যুত সাংবাদিক কর্মচারীদের ঈদের আগেই পুনর্বহাল দাবি করেছে বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। একইসঙ্গে মুক্তিযুদ্ধের সপক্ষের জনকণ্ঠ দৈনিকটির সংকট সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে বিএফইউজে।

শনিবার (৮ মে) এক বিবৃতিতে এ দাবি জানান বিএফইউজে’র সভাপতি মোল্লা জালাল ও ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ। বিবৃতিতে নেতৃদ্বয় জনকণ্ঠের সংকট সমাধানে ঈদের আগেই ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিএফইউজে’র শীর্ষ নেতৃদ্বয় বলেন, করোনাকালে কাউকে চাকরিচ্যুত না করার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানকে উপেক্ষা করে চলেছে দেশের অধিকাংশ গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকেরা। জনকণ্ঠসহ দেশের অধিকাংশ গণমাধ্যম প্রতিষ্ঠানে সাংবাদিক ছাঁটাই, পাওনা বুঝে না দেওয়া, বেতন নিয়মিত না দেওয়া ও বোনাস প্রদান না করায় গভীর উদ্বেগ জানিয়েছেন বিএফইউজে’র সভাপতি মোল্লা জালাল ও ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ।

বিবৃতিতে পবিত্র ঈদুল ফিতরের আগেই জনকণ্ঠসহ দেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে ছাঁটাই হওয়া সাংবাদিকদের পুনর্বহাল দাবি করেন নেতৃদ্বয়। জনকণ্ঠের চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল না করে পত্রিকাটির এক প্রতিবেদনে ওই সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানান তারা।

বিএফইউজে’র সভাপতি মোল্লা জালাল ও ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ বিবৃতিতে বলেন, ‘মুক্তিযুদ্ধের সপক্ষের গণমাধ্যম প্রতিষ্ঠানটি ধ্বংস করে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে। বেছে বেছে মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী সাংবাদিক কর্মচারীদের ছাঁটাই করা হচ্ছে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যখন ক্ষমতায় তখন জনকণ্ঠ পত্রিকাটি থেকে মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী সাংবাদিক কর্মচারীদের ছাঁটাই মেনে নেবে না।’

বিজ্ঞাপন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদকে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠানের আহ্বান জানিয়ে বিএফইউজে’র সভাপতি মোল্লা জালাল ও ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ বলেন, ‘জনকণ্ঠের চাকরিচ্যুত সাংবাদিকদের ঈদের আগেই পুনর্বহাল করতে হবে এবং পাওনা, বেতন ও বোনাস বুঝে দিতে হবে। তা নাহলে ঈদের পর জনকণ্ঠসহ কৃত্রিম সংকট তৈরি করে রাখা গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মালিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সরকারকে বাধ্য করতে কঠোর আন্দোলনে যাবে বিএফইউজে।’

সারাবাংলা/একে

টপ নিউজ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে মোল্লা জালাল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর