রিকশাচালক কিশোরের গলা কেটে ছিনতাইয়ের চেষ্টা
৮ মে ২০২১ ০৯:৫২ | আপডেট: ৮ মে ২০২১ ১১:০৩
ভোলা: দৌলতখান উপজেলায় রাতের আঁধারে কিশোর চালককে ছুরি দিয়ে গলা কেটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। কিশোরের নাম শান্ত। সে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মো. রফিকের ছেলে।
শুক্রবার (৭ মে) রাত সাড়ে আটটার দিকে উপজেলার মধ্য জয়নগর ৪নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে দৌলতখান বাজারের খলিফাপট্টি মসজিদের সামনে আসলে পূর্ব পরিকল্পিতভাবে ওঁত পেতে থাকা তিনজন যাত্রী তাকে নিয়ে বাংলাবাজার এলাকায় আসে। পরে রিকশার ওই তিন যাত্রী চালককে একটি শাখা রাস্তায় নিয়ে গিয়ে রিকশা ছিনতাইয করার উদ্দেশ্যে তার গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে।
বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরের রিকশাটি উদ্ধার করি। তার গলায় বেশ কয়েকটি সেলাই লেগেছে। তবে সে এখন আশঙ্কামুক্ত।
সারাবাংলা/এএম