ডাস্টবিনের পাশে নবজাতকের মৃতদেহ
স্টাফ করেসপন্ডেন্ট
৮ মে ২০২১ ০৯:৩৫
৮ মে ২০২১ ০৯:৩৫
ঢাকা: রাজধানীর চকবাজার বেগমবাজার এলাকার একটি ডাস্টবিনের পাশ থেকে এক মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে চকবাজার থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
চকবাজার থানার উপ পরিদর্শক (এসআই) কবির উদ্দিন মণ্ডল জানান, খবর পেয়ে রাতে ৫৩ নং বেগম বাজারের একটি ময়লার ডাস্টবিনের পাশ থেকে নবজাতকটির মৃতদেহ উদ্ধার করা হয়। নবজাতকের আনুমানিক বয়স হবে একদিন।
নবজাতকটি উদ্ধারের সময় একটি লাল ওড়না দিয়ে পেঁচানো ছিল।
এসআই আরও জানান, কে বা কারা নবজাতকটিকে ডাস্টবিনে ফেলে রেখে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সারাবাংলা/এসএসআর/একে