Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকারের বরাদ্দ প্রয়োজনের তুলনায় সামান্য’

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মে ২০২১ ২২:৩০

ঢাকা: করোনা মহামারিতে শ্রমজীবী মানুষের জন্য সরকার ঘোষিত বরাদ্দ প্রয়োজনের তুলনায় খুবই সামান্য বলে বিবৃতি দিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। সংগঠনটির নেতারা বলেন, সরকারের ঘোষিত বরাদ্দ প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। এই সহয়তাও দুর্নীতি -স্বজনপ্রীতির কারণে প্রকৃত অভাবগ্রস্ত মানুষেরা বঞ্চিত হেচ্ছ। এটি কোন ভাবেই গ্রহণযোগ্য নয়।

শুক্রবার (৭ মে) সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজেকুজ্জামান রতন ও সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুলের সই করা এক বিবৃতিতে এসব কথা জানায় সংগঠনটি। এসময় প্রশাসনের কর্মকর্তাদের প্রতি দায়িত্বশীল ও সৌজন্যমূলক আচরণের আহ্বানও জানানো হয়।

বিজ্ঞাপন

নেতারা বলেন, যারা লকডাউনে উপার্জনহীন হয়ে চরম অসহায়ত্বের মধ্যে জীবনযাপন করেছে সরকার তাদের হাতে সহায়তা পৌঁছাতে ব্যার্থ হয়েছে। সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট খাতের শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে কোনো পরামর্শ করেনি। শ্রমিকদের ট্রেড ইউনিয়নসমূহ সরকারের বিভিন্ন দফতরে চাকরি হারানো, অভাবগ্রস্ত শ্রমিকদের যে তালিকা দাখিল করেছিল সেই তালিকার শ্রমিকদেরও কোনো সহযোগিতা করা হয়নি।

এসময় আগামী ১০মে’র মধ্যে সকল শ্রমজীবী চাকরিজীবীদের বেতন ও বোনাস পরিশোধের দাবিও জানান সংগঠনের নেতারা।

সারাবাংলা/এএইচএইচ/এসএসএ

শ্রমজীবী সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট

বিজ্ঞাপন

বিপিএলে ছক্কার রেকর্ড
৬ জানুয়ারি ২০২৫ ১৯:৪১

আরো

সম্পর্কিত খবর