Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩০০ পথশিশু পেল ঈদের নতুন জামা

সারাবাংলা ডেস্ক
৭ মে ২০২১ ২২:৪৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে সুবিধাবঞ্চিত প্রায় ৩০০ পথশিশুকে নতুন পোশাক কিনে দিয়েছে বেসরকারি সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থা-ইফেক্টিভ ক্রিয়েশন অন হিউম্যান অপিনিয়ন (ইকো)।

শুক্রবার (৭ মে) নগরীর চকবাজারসহ আশপাশের এলাকায় ঈদুল ফিতরকে সামনে রেখে পথশিশুদের মাঝে এসব পোশাক বিতরণ করা হয়েছে।

সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোশাক বিতরণের সময় মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম মহানগর ইউনিটের কমান্ডার মোজাফফর আহমদ, বীর মুক্তিযোদ্ধা শম্ভু দাশ, ইকো’র সভাপতি মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি, সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওমর ফারুক রাসেল, সম্পাদকমন্ডলীর সদস্য সাহেদ মুরাদ সাকু, এস এম আবু ইউসুফ সোহেল, কাজী মুহাম্মাদ রাজিশ ইমরান, আবু শাঈদ মাহমুদ রণী, জয়নুদ্দিন জয়, সজল মিয়া ছিলেন।

ইকো’র সম্পাদক ওমর ফারুক রাসেল জানিয়েছেন, ‘ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত পথশিশুদের মাঝে নতুন জামাকাপড় বিতরণ করবে ইকো। ‘কমরেড এ এম এম শহীদুল্লাহ্ স্মৃতি সংসদ’সহ কয়েকজন ব্যক্তি ও সংগঠনের সহযোগিতায় এ কার্যক্রম শুরু করা হয়েছে।

সারাবাংলা/আরডি/এমও

৩০০ পথশিশু নতুন জামা পথশিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর