Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনসার সদস্য ও স্থানীয়দের সংঘর্ষে আহত ১৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২১ ১৯:৪৮ | আপডেট: ৭ মে ২০২১ ১৯:৫০

পটুয়াখালী: জেলার কলাপাড়ায় আনসার ব্যাটালিয়ানের সদস্য ও স্থানীয়দের মধ্যে হামলা-পাল্টা হামলায় দুই গ্রুপের নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছে। এর মধ্যে স্থানীয় ২ জনকে কলাপাড়া হাপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৭ মে) বিকাল সাড়ে তিনটার দিকে পৌর শহরের নাচনাপাড়া এলাকার আনসার ব্যাটালিয়নের হেড কোয়ার্টারের সামনে এ হামলার ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নাচনাপাড়া এলাকায় স্থানীয়দের নির্মাণাধীন মসজিদের পাশ থেকে একটি গাছ কাটতে যায় স্থানীয়রা। এসময় আনসার ব্যাটালিয়নের সদস্যরা বাধা দিলে স্থানীয় কালাম তার প্রতিবাদ করেন। পরে কালামকে বেধড়ক মারধর করে তারা ক্যাম্পের মধ্যে নিয়ে যেতে চাইলে স্থানীয়রা বাধা দেয়। এসময় আনসার ব্যাটালিয়নের সদস্যরা স্থানীয়দের ইটপাটকেল নিক্ষেপ করে।

পরে স্থানীয়রা তাদের উপর পাল্টা হামলা চালায়। এ ঘটনায় স্থানীয় ১০ জন ও আনসার ব্যাটালিয়নের ৪ জন সদস্য আহত হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/আরডি/এমও

আনসার ব্যাটালিয়ান আনসার সদস্য কলাপাড়া টপ নিউজ স্থানীয়দের সংঘর্ষ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর