Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২১ ১৮:৫৩

প্রতীকী ছবি

ঠাকুরগাঁও: পীরগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৭ মে) সকালে চাপড় নামক একালায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মোটরসাইকেল আরোহী তৈয়বুল ইসলাম (১৮) উপজেলার ২ নম্বর কোষারানীগঞ্জ ইউনিয়নের উওর মালঞ্চা গ্রামের আব্বাস আলী ছেলে ।

ওসি জানান, বীরগঞ্জ থেকে পীরগঞ্জ যাওয়ার পথে একটি মালবাহী ট্রাক পীরগঞ্জ রোডের চাপড় নামক একালায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহীসহ দুই জন আহত হন। আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহীকে মৃত্যু ঘোষণা করেন। মোটরসাইকেলে থাকা অপর ব্যাক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন ।

সারাবাংলা/এসএসএ

মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর