Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাশকতার মামলায় চট্টগ্রামে ২ জামায়াত নেতা গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মে ২০২১ ১৮:২৪

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে নাশকতার অভিযোগে দায়ের হওয়া পৃথক মামলায় বাঁশখালী উপজেলার সাবেক চেয়ারম্যানসহ দু’জন জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) রাতে জেলা গোয়েন্দা পুলিশ ও নগর পুলিশ পৃথকভাবে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।

গ্রেফতার দু’জন হলেন- বাঁশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর জহিরুল ইসলাম এবং নগরীর ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড জামায়াত ইসলামীর আমির মো. নূর হোসেন মাস্টার।

এদের মধ্যে নুর হোসেন মাস্টারকে নগরীর ষোলশহরের চাঁন্দগাও থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-উত্তর) আবু বক্কর সিদ্দিক।

আর জামায়াত নেতা জহিরুল ইসলামকে নগরীর কোতোয়ালী থানার টেরিবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী জানিয়েছেন।

এডিসি আবু বক্কর সিদ্দিক সারাবাংলাকে বলেন, ‘গত ১৪ এপ্রিল করোনা পরিস্থিতিতে সরকারি বিধিনিষেধ অমান্য করে চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লক জামে মসজিদে নামাজ আদায়ের নামে একদল উচ্ছৃঙ্খল লোক বিশৃঙ্খলা সৃষ্টি ও পুলিশের ওপর হামলা করে। এ ঘটনায় দায়ের হওয়া মামলা তদন্তে নুর হোসেনের ইন্ধন ও সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া চান্দগাঁও থানায় তার বিরুদ্ধে আগের একটি বিস্ফোরক মামলাও আছে।’

এদিকে জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক কেশব চক্রবর্তী সারাবাংলাকে জানিয়েছেন, জহিরুল ইসলামকে গ্রেফতারের পর বাঁশখালী থানার সোপর্দ করা হয়েছে। তাকে নাশকতার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এসএসএ

গ্রেফতার চট্টগ্রাম

বিজ্ঞাপন

এক মিনিটে নেইমারের আয় ৩০ কোটি!
১২ জানুয়ারি ২০২৫ ১৫:৪০

আরো

সম্পর্কিত খবর