চবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দায়িত্বে সৌরভ
চবি করেসপন্ডেন্ট
৭ মে ২০২১ ১২:৫৮ | আপডেট: ৭ মে ২০২১ ১৩:০৪
৭ মে ২০২১ ১২:৫৮ | আপডেট: ৭ মে ২০২১ ১৩:০৪
চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংসদের সাধারণ সম্পাদকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পেলেন সৌরভ ধর। তিনি কমিটির সহকারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার (৬ মে) চবি সংসদের জরুরি সভায় সবার ঐক্যমতের ভিত্তিতে সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হিসেবে সৌরভ ধরের নাম ঘোষণা করা হয়।
চবি সংসদের দফতর সম্পাদক সাজাং চাকমার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত কমিটি সভায় সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি ও ঐক্য বিনষ্টকারী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় তৎকালীন সাধারণ সম্পাদককে অব্যাহতি দিলে পদটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে গঠনতন্ত্রের ধারা ২১ ও ধারা ৪৬ (গ) অনুযায়ী সৌরভ ধরকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হলো।
সারাবাংলা/সিসি/টিআর