হেফাজত নেতা মাওলানা শাহীনুর গ্রেফতার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২১ ০৩:৫৪
৭ মে ২০২১ ০৩:৫৪
সিলেট: হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক, জমিয়ত নেতা ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মে) রাত ১টার দিকে সিলেট নগরীর বনকলাপাড়ার আব্বাসী জামে মসজিদ থেকে তাকে গ্রেফতার করে সিআইডি। এ সময় মহানগর পুলিশের একটি টিমও অভিযানে ছিলো।
মহানগর পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে আসা সিআইডির দল, এসএমপির কোতোয়ালি ও বিমানবন্দর থানা পুলিশের সহযোগিতায় মাওলানা শাহীনুর পাশাকে গ্রেফতার করা হয়েছে। রাতে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা।
শাহীনুর পাশা জমিয়তে সহ সভাপতি ও হেফাজতের সিলেটের সংগঠক।
সারাবাংলা/এমও