অধিভুক্ত ৭ কলেজের পরীক্ষা অনলাইনে নেওয়ার পরিকল্পনা
৬ মে ২০২১ ২২:৫৯ | আপডেট: ৭ মে ২০২১ ০৯:৩০
ঢাকা: চলমান করোনাভাইরাস সংকট পরিস্থিতি উন্নতি না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের পরীক্ষাগুলো অনলাইনে নেওয়ার পরিকল্পনা করছেন সাত কলেজ কর্তৃপক্ষ। তবে অনলাইন পরীক্ষায় সময় ও নম্বর কমতে পারে বলে জানান, সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।
বৃহস্পতিবার (৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে সাত কলেজের পরীক্ষার সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে তিনি এমনটা বলেন।
সেলিম উল্লাহ খোন্দকার বলেন, ‘শিক্ষার্থীদের যেটা কল্যাণ হয় ওটাই সিদ্ধান্ত নেব। ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষা নিলে আমরাও আশা করছি আমাদের পরীক্ষা অনলাইনে নিতে পারব। ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী দুই সপ্তাহের মধ্যে কি গাইডলাইন তৈরি করে আমরা সেটা দেখব। এরপর আমরা আমাদের সিদ্ধান্তগুলো নেব।’
এ ছাড়াও তিনি বলেন, আপাতত নতুন করে কোনো পরীক্ষার সময়সূচি দেওয়া হবে না। অনলাইনে যথারীতি ক্লাস চলবে।
উল্লেখ্য, ডিনস কমিটির নতুন ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষায় নম্বর ও সময় কমিয়ে মূল্যায়নকৃত ফলাফলকে প্রচলিত পূর্ণমানে রূপান্তর করে চূড়ান্ত ফলাফল তৈরি করা হবে।
সারাবাংলা/এনএসএম/একে