‘প্রধানমন্ত্রীর ডাকে মানুষ করোনার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে’
৬ মে ২০২১ ২০:৫৮ | আপডেট: ৬ মে ২০২১ ২১:১২
চট্টগ্রাম ব্যুরো: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মানুষ যেভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে মানুষ করোনার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। গরীব, দুঃখী, খেটে খাওয়া মানুষের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবসময় আছে ও থাকবে।’
বৃহস্পতিবার (৬ মে) বিকেলে চট্টগ্রাম নগরীর শুলকবহর ওয়ার্ডে পাঁচ শতাধিক পরিবারে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপমন্ত্রী এসব কথা বলেন। যুবলীগ নেতা রাজিবুল ইসলাম চৌধুরী হীরা ও মুজিব সম্রাটের ব্যবস্থাপনায় এই সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী নওফেল বলেন, ‘প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যার যা কিছু আছে তা-ই নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে। করোনার জন্য লকডাউনে যারা ক্ষতিগ্রস্ত, তাদের পাশে দাঁড়াতে বলেছেন প্রধানমন্ত্রী। দেশের সব সংকটে আওয়ামী লীগের নেতাকর্মীরাই সবার আগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান, এবারও তার ব্যতিক্রম হয়নি।’
শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান সূফীর সভাপতিত্বে এবং রাজিবুল ইসলাম চৌধুরী হীরা ও মুজিব সম্রাটের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপকমিশনার মোখলেসুর রহমান, শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদ আলম, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।
সারাবাংলা/আরডি/টিআর