Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন দূতাবাসের সঙ্গে ইউজিসি’র ভার্চুয়াল সভা

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মে ২০২১ ২০:৪৩

ঢাকা: দেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্র দূতাবাসের সাথে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) ভার্চুয়াল প্লাটফর্মের ওই সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, বাংলাদেশে মার্কিন দূতাবাসের কালচারাল অফিসার জসুয়া ক্যাম্প, কালচারাল অ্যাফেয়ার্স স্পেশালিস্ট রায়হানা সুলতানা, ইংলিশ ল্যাংগুয়েজ প্রোগ্রাম কো-অর্ডিনেটর শাওন কর্মকার যুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

সভায় বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণা সহযোগিতা বৃদ্ধি, যৌথ গবেষণা পরিচালনা, ডিগ্রি প্রদান, উচ্চশিক্ষা, গবেষণা বিষয়ে সমঝোতা এবং চুক্তি বিষয়ে আলোচনা হয়। উচ্চশিক্ষা ও গবেষণা সহযোগিতা বিষয়ে ইউজিসি’র সঙ্গে একটি সমঝোতা স্মারক সইয়ের ব্যাপারে আলোচনা হয়েছে।

এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা বাড়াতে বিনামূল্যে অনলাইন কোর্স এবং ম্যাটেরিয়াল সরবরাহের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়।

সারাবাংলা/টিএস/একেএম

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন মার্কিন দূতাবাস

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর