ডিএসইতে সাড়ে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন
৬ মে ২০২১ ১৮:০৫ | আপডেট: ৬ মে ২০২১ ১৮:৪১
ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) একদিনে প্রায় দেড় হাজার কোটি টাকার কাছাকাছি শেয়ার কেনাবেচা হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ারের দাম। গত সাড়ে তিন মাসের মধ্যে বৃহস্পতিবার (৬ মে) সর্বোচ্চ শেয়ার কেনাবেচা হয়। দিনশেষে ডিএসইতে এক হাজার ৪৮৬ কোটি ২৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এর আগে গত ২৫ জানুয়ারি ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৫৮৫ কোটি টাকা।
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৬০টি কোম্পানির ৫০ কোটি ৩৯ লাখ ২৮ হাজার ৩৯৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮০টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির শেয়ারের দাম। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় এক হাজার ৪৮৬ কোটি ২৬ লাখ টাকা। আগের দিন বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৩৯৮ কোটি ৫১ লাখ টাকা। বৃহস্পতিবার ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬০৬ পয়েন্টে উন্নীত হয়। এছাড়াও এদিন ডিএসই-৩০ মূল্যসূচক ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫২ পয়েন্টে অবস্থান করছে।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২৮৮ কোম্পানির ২ কোটি ২৮ লাখ ৪৮ হাজার ২৯৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৪টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ারের দাম। দিনশেষে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৬৩ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ২০৮ পয়েন্টে উন্নীত হয়। এদিন সিএসইতে ৫৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে ৪৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল।
সারাবাংলা/জিএস/পিটিএম