Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাতীয় পার্টি গণতন্ত্র ও সুশাসন নিশ্চিতে সংগ্রাম করছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ মে ২০২১ ১৮:০২

ঢাকা: জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, ‘দেশে সুশাসন নেই, আইনের শাসন নেই। জাতীয় পার্টি গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে সংগ্রাম করছে। জনসাধারণের ভালোবাসা নিয়ে জাতীয় পার্টি হুসেইন মুহম্মদ এরশদের নতুন বাংলাদেশ গড়বে।

বৃহস্পতিবার (৬ মে) দলের কেন্দ্রীয় কার্যালয়ের কাকরাইল মিলনায়তনে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির প্রতিষ্ঠাতাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে জাতীয় পার্টি মহাসচিব বলেন, ‘মানুষের সেবা করতেই এরশাদের স্বেচ্ছাসেবক পার্টি প্রতিষ্ঠা করেছেন। জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি অত্যন্ত সুনামের আদর্শ বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে।’

সভাপতির বক্তব্যে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা বলেন, ‘জীবিত এরশাদের চেয়ে প্রয়াত এরশাদ অনেক বেশি শক্তিশালী। দেশের প্রতিটি প্রান্তে হুসেইন মুহম্মদ এরশাদের সমর্থক আছে, তারা লাঙল মার্কয় ভোট দিতে চায়। সাধারণ মানুষ জাতীয় পার্টিকে আরও শক্তিশালী সংগঠন হিসেবে দেখতে চায়।’ এসময় জাতীয় পার্টিকে শক্তিশালী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এবং জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হুসেইন মুহম্মদ এরশাদের প্রকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির শীর্ষ নেতারা।

সারাবাংলা/এএইচএইচ/এমও

জাতীয় পার্টি জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সুশাসন

বিজ্ঞাপন

বিয়ে করেছেন তমালিকা
২২ জানুয়ারি ২০২৫ ১৭:০৬

নির্যাতন ও নারীর লড়াই
২২ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর