Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যু, শনাক্ত ১৮২২

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ মে ২০২১ ১৭:০২ | আপডেট: ৬ মে ২০২১ ১৭:৪৫

ঢাকা: নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হওয়ার পর গত ২৪ ঘণ্টায় দেশে ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে ১১ হাজার ৭৯৬ জনের মৃত্যু হলো। এ ছাড়া একই সময়ে ১ হাজার ৮২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মোট করোনা আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৬৯ হাজার ১৬০ জন।

বৃহস্পতিবার (৬ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এর আগে, গত বুধবার ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত ৫০ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া একই সময়ে ১ হাজার ৭৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। গতদিনের হিসেবে আজ মৃত্যুর সংখ্যা কমেছে তবে শনাক্তের সংখ্যা কিছুটা বেড়েছে।

এর আগে, মঙ্গলবার (৪ মে) ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত ৬১ জনের মৃত্যু হয়। একই সময়ে ১ হাজার ৯১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। তার আগের দিন করোনায় আক্রান্ত হয়ে ৬৫ জন মারা যান, করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হন ১ হাজার ৭৩৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি মিলিয়ে ৪২৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি পিসিআর ল্যাব ১২৭টি, জিন এক্সপার্ট ল্যাব ৩৫টি, র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাব ২৬৬টি।

এই সময়ে নমুনা সংগ্রহ হয়েছে ২১ হাজার ৮২২টি। নমুনা পরীক্ষার সংখ্যা ২১ হাজার ৫৮৫টি। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষা নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা হলো ৫৫ লাখ ৮২ হাজার ২৬৩টি।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার মধ্যে ১ হাজার ৮২২টি নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ৭ লাখ ৬৯ হাজার ১৬০ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলেন।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৪৪ শতাংশ। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৬৯৮ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হলেন মোট ৭ লাখ ২ হাজার ১৬৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক শূন্য ২৯ শতাংশ।

মৃত ৪১ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ২৬ জন, বেসরকারি হাসপাতালে ১৪ জন এবং বাসায় মারা গেছেন একজন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে ১১ হাজার ৭৯৬ জনের মৃত্যু হলো। শনাক্তের বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৫৩।

গত ২৪ ঘণ্টায় মৃত এই ৪১ জনের মধ্যে ২২ জন পুরুষ, ১৯ জন নারী। এদের মধ্যে ২৪ জন ষাটোর্ধ্ব, ১৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, দুইজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে।

মৃতদের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ২০ জন, চট্টগ্রাম বিভাগের ১৪ জন, রাজশাহী বিভাগের দুইজন, খুলনার একজন ও সিলেটের রয়েছেন দুইজন।

স্বাস্থ্য অধিদফতর বলছে, মঙ্গলবার দুপুর আড়াইটা পর্যন্ত সারাদেশে করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন করেছেন মোট ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন। সর্বশেষ হিসাব অনুযায়ী প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৮১১। গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৩ হাজার ৮০০ জন। এ পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩২ লাখ ১০ হাজার ৫০৯ জন।

সারাবাংলা/একে

করোনা করোনায় আক্রান্ত নভেল করোনাভাইরাস স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর