Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধান চাল সংগ্রহে অনিয়ম করলে আইনি ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ মে ২০২১ ১৬:১১

ফাইল ছবি

ঢাকা: সরকারি গুদামের মজুদ বাড়াতে বোরো মৌসুমে যে খাদ্যশস্য সংগ্রহ চলছে তাতে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, সরকারের সঠিক দিক-নির্দেশনা এবং তত্ত্বাবধানে এবার কৃষক বোরোতে ফসলের ন্যায্য দাম পাচ্ছে। এই বাজার দর ধরে রাখতে সরকারি সংগ্রহের গতি বাড়াতে হবে।

বৃহস্পতিবার (৬ মে) রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে খুলনা ও বরিশাল বিভাগের সঙ্গে ‘অভ্যন্তরীণ বোরো সংগ্রহ সংক্রান্ত অনলাইন মতবিনিময় সভা’য় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা দেন। সভায় সমন্বয় ও সঞ্চালনা করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোছাম্মৎ নাজমানারা খানুম।

বিজ্ঞাপন

এসময় মন্ত্রী চালকল মালিকদের উদ্দেশ্যে বলেন, সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসুন। এই করোনাকালীন সময়ে মানুষকে সেবা করার উপযুক্ত সময়, সেবার মনমানসিকতা নিয়ে আপনাদের এগিয়ে আসতে হবে।

মন্ত্রী বলেন, চাল সরবরাহের সময় বস্তার গায়ে খাদ্যগুদামের নাম, তারিখ এবং কোন খাতে (খাদ্য বান্ধব, ওএমএস, টিআর,কাবিখা) সেটা স্পষ্ট স্টেনসিলের মাধ্যমে অমোচনীয় কালি দ্বারা লিখতে হবে। করোনা পরিস্থিতিতে খাদ্য অধিদফতর এবং এর মাঠ পর্যায়ের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, ওসিএলএসডিসহ সকল কর্মচারিরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এ জন্য আমি তাদের ধন্যবাদ জানান।

তবে তিনি তাদের সতর্ক করে বলেন, কোনো কর্মকর্তা-কর্মচারি ধান চাল সংগ্রহের সময় কোনো কৃষকের সঙ্গে অসদাচারণ করবেন না; দুর্নীতির সঙ্গে জড়িত হবেন না।

বিজ্ঞাপন

ভিডিও কনফারেন্সে খাদ্য অধিদফতরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, খুলনা ও বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, খুলনা ও বরিশাল বিভাগের আওতাধীন প্রতিটি জেলার জেলা খাদ্য নিয়ন্ত্রক, মিল মালিক প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

সারাবাংলা/জেআর/এসএসএ

খাদ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর