আজ থেকে চালু হয়েছে গণপরিবহন
৬ মে ২০২১ ১১:২৮ | আপডেট: ৬ মে ২০২১ ১১:৫২
ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মধ্যে সরকারি নির্দেশ মেনে আজ বৃহস্পতিবার (৬ মে) থেকে চালু হয়েছে গণপরিবহন। রাজধানীসহ দেশের সকল জেলা শহরে স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর কথা জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
এর আগে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ঢাকা মহানগরসহ দেশের সকল জেলা শহরের মধ্যে গণপরিবহন চলাচল করবে। তবে সরকারের নির্দেশনার পাশাপাশি মালিক সমিতি বা পরিবহন কোম্পানির নেতাদের নির্দেশনাও মেনে চলতে হবে। এরমধ্যে রয়েছে মাস্ক ছাড়া যাত্রী পরিবহন করা যাবে না। গাড়ির শ্রমিকদের জন্য সংশ্লিষ্ট মালিক মাস্ক সরবরাহ করবে। অর্ধেক আসনে যাত্রী পরিবহন করতে হবে।
আরও বলা হয়, কঠোর বিধিনিষেধে মালিক শ্রমিকরা জীবন যাপন করছেন। সেক্ষেত্রে রুট মালিক সমিতি বা পরিবহন কোম্পানি জিপির নামে গাড়ি থেকে অর্থ আদায় করতে পারবে না।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে বিধিনিষেধ চলমান রয়েছে। এর মধ্যে মার্কেট খুলে দেওয়া হয়েছে। এবার সীমিত পরিসরে গণপরিবহন চলাচলে অনুমতি দেওয়া হলো।
সারাবাংলা/জেআর/এসএসএ